কলকাতার অভিনেতা চিরঞ্জীবীকে নিয়ে “গডফাদার” নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মোহন রাজা। নয়নতারার অভিনয়ের কথা শোনা যাচ্ছিল শুরু থেকে।
হঠাৎ করেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই নায়িকা এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। সব দোলাচলের অবসান ঘটিয়ে ছবিতে কাজ করার জন্য সম্মতি দিয়েছেন নয়নতারা।
জানা গেছে, তিনি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক চেয়েছিলেন ৪ কোটি রুপি। অনেক আলোচনা করার পর সবশেষে এতেই রাজি হন ‘গডফাদার’ ছবির প্রযোজক। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা নয়নতারা। বেশ কিছু চলচ্চিত্রে নারী কেন্দ্রীক অভিনয় করেছেন তিনি।
জানা গেছে, ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন সত্যদেব।
ছবির কেন্দ্রীয় চরিত্রে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত অভিনয় করছেন। নয়নতারাকে তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে । আরও অভিনয় করবেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফসহ অনেকে।
মন্তব্য করুন