ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ জুলাই ০৩, ১৯ আষাঢ় ১৪৩২

জাতীয়

দূর থেকে পছন্দ করলেই আমার ভালো লাগবে

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত : বুধবার, ২০২১ নভেম্বর ২৪, ০১:৩১ অপরাহ্ন
তাসনিয়া ফারিণ

প্রথমবারের মতো টিভি ধারাবাহিকে যুক্ত হচ্ছেন শুনলাম। এত দিন করেননি কেন?

এত দিন মনের মতো গল্প পাচ্ছিলাম না। সিঙ্গেল বা ধারাবাহিকের চেয়ে আমার কাছে জরুরি হলো গল্প। এবার একটা মনের মতো গল্প পেয়েছি। শুনে মনে হলো, আমি এই গল্পের অংশ হতে চাই।

গল্পের ভালো-মন্দ বাছাই করেন কী করে?

ভালো-মন্দ আসলে আপেক্ষিক। আমার কাছে যেটা ভালো লাগবে, অন্য কারও কাছে ভালো নাও লাগতে পারে। আমি যে কাজটা করি গল্পটা পড়ে আমার আগ্রহ তৈরি হচ্ছে কি না বা  চরিত্রটায় আমি নিজেকে কল্পনা করতে পারছি কি না এসব কিছু দেখে বিবেচনা করি। নিজের রুচি মেনেই কাজ করি বেশির ভাগ সময়।

এমনিতে অভিনয়জীবন কেমন লাগছে?

২০১৯ সাল থেকে আমি নিয়মিত কাজ করছি। কেবল মাএ তিন বছর হলো। আমার জীবনে খুব বেশি পরিবর্তন হয়নি, আবার অনেক কিছুই বদলে গেছে। আমি খুবই ভাগ্যবান এমন একটা পেশায় যুক্ত হতে পেরেছি।

শুধুই কি ভালো লাগা কাজ করে? মন্দ লাগা কিছু নেই?

কাজটা আমার খুব পছন্দের। অনেক মানুষ আছে একটা পেশায় বছরের পর বছর কাজ করে যায়, যেটা তার পছন্দের না। আমার ক্ষেত্রে সেটা হয়নি, এটাই বড় কথা। আমার মনে হয়, আমাদের কাজের জায়গা ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। অনেক ভালো কাজের সুযোগ তৈরি হচ্ছে। আমি মনে করি সঠিক সময়ে সঠিক সুযোগটা প্রত্যেক মানুষের কাজে লাগানো উচিত। আমিও সেই চেষ্টা করছি।

ছাত্রজীবনের কথা মনে পড়ে?

তখন বিটিভির নিয়মিত দর্শক ছিলাম। সপ্তাহে এক দিন সিনেমা হতো। সেটার জন্য বসে থাকতাম। ঢাকার বাইরে থাকতাম। বাবার পোস্টিং ছিল ঢাকার বাইরে। তবে কবে শুক্রবার আসবে, সে জন্য অপেক্ষা করে থাকতাম। বাড়িতে ডিশ ছিল না। 

অবসর কখন পান?

সপ্তাহে অন্তত এক দিন ছুটি নেই। নিজের জন্য সময় রাখার চেষ্টা করি। বিকেলে হাঁটি বা সিনেমা দেখি বা বই পড়ি। 

সোশ্যাল নেটওয়ার্কিং যে করেন না, বন্ধুরা অসামাজিক বলে না?

ফেসবুক নেই, তবে ইনস্টাগ্রাম আছে। আমি কাজে এটাকে ব্যবহারের চেষ্টা করি। মানুষের সঙ্গে খুব বেশি ইন্টার‌্যাক্ট করি না, এটা আমার পছন্দ না। অবসর থাকলে নিজের মতো করে সময় কাটাই। আমি আগের মতোই আছি,  খুব বেশি পরিবর্তন হয়নি। খুব একটা বন্ধু নেই আমার।

তখনকার টিভি আর এখনকার টিভির কাজে কেমন পার্থক্য দেখেন?

যুগে যুগে প্রযুক্তি বদলে গেছে। আমরা ও বদলেছি, পরিবেশ বদলে গেছে, কাজও বদলে গেছে। এখনকার মানুষের চিন্তা–ভাবনা, নৈতিকতা ভিন্ন রকম।

আপনার নিজের কাজ  দেখেন?

বেশির ভাগ সময় যখন জ্যামে বসে থাকি, তখন দেখি।

জনপ্রিয়তা কি উপভোগ করেন?

আমার কত ভক্ত বা আদৌ আছে কি না, আমি জানি না। 
আমি জানি না, কোথায় কী হচ্ছে। আমি আমার কাজটা নিয়ে ব্যস্ত থাকি।
আমার যে কাজ করতে ভালো লাগে, সেটা যদি আরও দশজন মানুষের ভালো লাগে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া
দূর থেকে পছন্দ করলেই আমার ভালো লাগবে।


মন্তব্য করুন

আরও খবর