ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ জুলাই ০৩, ১৯ আষাঢ় ১৪৩২

খেলা

রাজধানীর মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

ন্যাশনাল ডেস্ক-
প্রকাশিত : বুধবার, ২০২১ নভেম্বর ২৪, ০১:৫৪ অপরাহ্ন

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করছেন। বিভিন্ন দাবি জানিয়ে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

বুধবার সকাল থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন। জানা যায়, কয়েকদিন ধরেই এসব এলাকার শ্রমিকরা হাজিরা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করে আসছিলো।

কিছু দাবি মেনে নেওয়া হলেও মঙ্গলবার বিক্ষোভের সময় স্থানীয় ব্যবসায়ীরা দুই পোশাক কারখানা শ্রমিককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এদিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভের ফলে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানায়, কয়েকদিন ধরে হাজিরা ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিল। মঙ্গলবার বিক্ষোভের সময় দুইজন শ্রমিককে মারধর করছেন, এমন অভিযোগ তুলে সকাল থেকে তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর