জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ তৈরির স্বপ্নপূরণ এর অনেকগুলো ধাপ এর মধ্যে একটি অন্যতম ছিল সারা বাংলাদেশে হাজারো তরুণ উদ্যোক্তা উদ্যোক্তা তৈরি। এ লক্ষ্যে মাত্র ৩৭বছর বয়সেই তিনি যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প স্হাপনের পরিকল্পনা প্রণয়ন করেন।একটি দেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়নের চাকুরিরত ব্যক্তির ভূমিকা অপরিহার্য। কিন্তু সরকারের পক্ষে ঘরে ঘরে চাকরির নিশ্চয়তা দেয়া সম্ভব না কারণ চাকরির বাজারের প্রতিযোগিতা। এক্ষেত্রে বেকারত্ব নিরসনের লক্ষ্যে স্বনির্ভর হতে পারার মহতে পারার মধ্যে উভয়পক্ষে লাভবান হয়। কারণ সরকারের লক্ষ্য শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থাকরন। বিশ্বব্যাপী কোভিড-১৯ এ যখন সর্বত্র দুর্বিষহ অবস্হা
তখন উদ্যোক্তাকরন এবং স্বনির্ভর ব্যবসার জন্য বহু মানুষের সংসার স্বাবলম্বী ভাবে টিকে থাকা সম্ভব হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর অবদান সবচেয়ে বেশি। এটি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা। সমগ্র বাংলাদেশ বিসিকের মোট ৭৬ টি শিল্পনগরী রয়েছে। যার মধ্যে কুমিল্লা বিসিক শিল্প নগরী অন্যতম। এর স্থাপনা কাল ১৯৬০ থেকে ও ১৯৬১ খ্রিস্টাব্দ।কুমিল্লা বিসিক শিল্পনগরীতে তিন ধরনের শিল্প রয়েছে। এরমধ্যে মাঝারি শিল্প তিনটি ক্ষুদ্র শিল্প ১৩৮ টি এবং কুটিরশিল্প একটি।এখানে ১৪২ টির মত শিল্প কারখানা চালু আছে। কুমিল্লা অশোকতলার বিসিক এলাকা ৫৪ একর জায়গা এবং এবং চৌদ্দগ্রাম ১১ একর জায়গার উপরে গড়ে উঠেছে।প্রথমত চারটি উদ্দেশ্যে এখানে বিসিক শিল্প-কারখানার কার্যালয় চলে থাকে। প্রথমটি হলো শিল্প সহায়ক কার্যালয় , দ্বিতীয় টি হল দক্ষতা উন্নয়ন কার্যালয়, তৃতীয়ত শিল্পনগরী কার্যালয়, সর্বশেষ মধু উৎপাদন কার্যালয়।শুধু তাই নয়, উদ্যোক্তাগণের সুবিধার্থে এখানে ই মার্কেট ও গড়ে তোলা হয়েছে।পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ হয়েছে যার মাধ্যমে খুব সহজেই রেজিস্ট্রেশন করা সম্ভব।এ ওয়ান স্টপ সার্ভিস ৩৪টি সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে যার মাধ্যমে সব ধরনের সুবিধা প্রদান সম্ভব উদ্যোক্তাদের।একজন উদ্যোক্তার যত ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন প্রশিক্ষণ হতে শুরু করে পণ্যটি বাজারজাত করা পর্যন্ত সব ধরনের সুযোগ-সুবিধা এখানে প্রদান করা হয়ে থাকে।কুমিল্লা বিসিক শিল্প নগরী এলাকার উল্লেখযোগ্য শিল্প ইউনিট এবং তাদের উৎপাদিত পণ্য গুলো হল -ফরিদ নেটস লিমিটেডের কৃষি ও মৎস্য জাল, শ্রীহা কুলমেটইণ্ডাস্ট্রিজ এর প্লাস্টিক ম্যাট,ইটি ল্যাব ইণ্ডাস্ট্রিজ এর ইউনানী ঔষধ, বেঙ্গল ড্রাগস এণ্ড কেমিকেল ওয়ার্কস লিঃ এর ঔষধ, বিছমিল্লাহ ফুড এর মুড়ি।২০২১-২২ অর্থ বছরে মৌমাছি পালন কর্মসূচীর লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে সরকারিভাবে ৬০০ কেজি এবং বেসরকারিভাবে ৪২০০০ হাজার কেজির। বর্তমানে ২৯ টি কলোনি রয়েছে। কুমিল্লা বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক পদে জনাব মোঃ মেরাজ উদ্দিন ১৪সেপ্টেম্বর ২০২১ সালে যোগদান করেন।যোগদানের পরপরই তিনি অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানুষকে উদ্যোক্তাকরণে উৎসাহিতকরণ। তাদের জন্য নানাবিধ সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একই সাথে পণ্য বাজারজাতকরণেও সহযোগিতা প্রণয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।তিনি বিভিন্ন ঋণ কর্মসূচী গ্রহণ করেছেন, অনেকগুলো প্রশিক্ষণ কোর্স চালু করেছেন এবং আরো কয়েকটি প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই সেগুলো চালুকরণ হবে।
মন্তব্য করুন