কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মোঃ সোহেলকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়াও ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সদস্য হরিপদ শাহা পেটে গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই ঘটনায় ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী সহ ৩জন আহত হয়েছে।
নিহত সোহের ১৭ নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত মোঃ সাহজান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাক্তার মোঃ মহিউদ্দিন।
স্থানীয়রা জানায়, নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলর সোহেল নিজ রড সিমেন্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান থ্রি স্টার এন্টারপ্রাইজ বসে থাকা অবস্থায় মোটরসাইকেল নিয়ে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত গুলি চালায়।