পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের জয়

নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ২২, ১১:৪৮ পূর্বাহ্ন

৪ উইকেটে ১৫৮ রান থেকে বাংলাদেশ পরিণত হলো ৭ উইকেটে ১৬০ রানে। তখনো প্রয়োজন ছিল ২৭ বলে ৪২ রান। শেষ ১৮ বলে সে সমীকরণ গিয়ে দাঁড়াল ৩৫ রানে।

৪৮তম ওভারে ওমাইমা সোহেলকে এরপর চারটি চার মারলেন সালমা খাতুন ও রুমানা আহমেদ, দিয়ান বেগের করা পরের ওভারে এল আরও ১২ রান। সালমা ও রুমানা ভুল করেননি, ২ বল বাকি থাকতেই পাকিস্তানের মেয়েদের হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৩ উইকেটের জয় দিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল নিগার সুলতানার দল। 


টসে জিতে ফিল্ডিংয়ে নেমে রিতু মনি ও নাহিদা আক্তারের তোপে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। সপ্তম ওভারে আয়েশা জাফর রান-আউট হওয়ার পর ২৮ রানের জুটি গড়েছিলেন মুনিবা আলী ও অধিনায়ক জাভেরিয়া খান। রিতু ভাঙেন সে জুটি। ৪২ রানে দাঁড়িয়েই পাকিস্তান হারায় আরও ২ উইকেট—রিতুর বলে ওমাইমা ক্যাচ দেওয়ার পর জাভেরিয়া ধরা পড়েন নাহিদার বলে। নিজের পরের ওভারে এসে ইরাম জাভেদকেও ক্যাচ বানান নাহিদা।

পাকিস্তান ঘুরে দাঁড়ায় । এরপরই নিদা দার ও আলিয়া রিয়াজ ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১৩৭ রান। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে পাকিস্তানের মেয়েদের ইতিহাসে সর্বোচ্চ জুটি এটিই। ৪৯তম ওভারে সালমা খাতুনের বলে এলবিডব্লু হওয়ার আগে ১১১ বলে ৮৭ রান করেন নিদা, ইনিংসে ৮ চারের সঙ্গে ছিল ২টি ছয়। আলিয়া অবশ্য ৮২ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন।


রান তাড়ায় পঞ্চম ওভারে ১০ রানের মাথায় মুর্শিদা খাতুনকে হারিয়ে ফেলে বাংলাদেশ, আনাম আমিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন আক্তার ও ফারজানা হক যোগ করেন ৭০ রান। নাশরা সান্ধুর বলে ৬৭ বলে ৩১ রান করা শারমিন এলবিডব্লু হলে ভাঙে সে জুটি। ফারজানা টিকে ছিলেন আরও কিছুক্ষণ, শেষ পর্যন্ত ৯০ বলে ৪৫ রান করে নিদার বলে ক্যাচ দিয়ে থামতে হয় তাঁকে। এর আগেই ফেরেন ২৬ বলে ৪ রান করা অধিনায়ক নিগার সুলতানা।

 

পঞ্চম উইকেটে রিতুর সঙ্গে রুমানার জুটিতে ওঠে ৬১ রান। ৪৫তম ওভারে ফাতিমা সানাকে টানা তিন চার মারার পর ফেরেন রিতু, ৩৭ বলে ৩৩ রান করে। পরের ওভারে ওমাইমার পরপর দুই বলে ফেরেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। তবে ৪৮তম ওভারেই ম্যাচের দৃশ্যপট বদলে দেন সালমা ও রুমানা। রুমানা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৪ বলে ৫০ রান করে, সালমা করেন ১৩ বলে ১৮ রান।


এবার ‘এ’ গ্রুপে চারটি ও ‘বি’ গ্রুপে পাঁচটি—মোট ৯টি দল অংশ নিচ্ছে বাছাইপর্বে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে। সুপার সিক্সের পয়েন্ট তালিকায় নিজ নিজ গ্রুপ থেকে ওঠা দুই দলের বিপক্ষে প্রথম রাউন্ডে পাওয়া পয়েন্টও যোগ হবে। সুপার সিক্স শেষে শীর্ষ তিনটি দল পাবে নিউজিল্যান্ডের টিকিট। বাংলাদেশের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ২৩ নভেম্বর একই মাঠে খেলবে বাংলাদেশ।


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.tv | Designed & Developed by GFC
Design & Developed by Smart Framework