কুমিল্লায় ১১৩ টাকায় পুলিশের চাকরী

মেহেরাজ হোসেন শিমুল-
প্রকাশিত : রবিবার, ২০২১ নভেম্বর ২১, ০৬:৫২ অপরাহ্ন

পুলিশের চাকরি মানেই অনেক টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হবে এ ধারণাকে বদলে দিয়ে, চাকুরী নয়, সেবা; স্বপ্ন হলো সত্যি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ১১২ জন কনস্টেবল পদে উত্তীর্ণ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ই নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন শহীদ আর.আই.এ.বি.এম. আব্দুল হালিম মিলনায়তনে ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পি পি এম (বার)। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আব্দুর রহিম সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।


অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে। পুলিশ সুপার ফারুক আহমেদ পি পি এম (বার) তার বক্তব্যে বলেছেন, “প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরো অনেক দুর এগিয়ে যাবে। পুলিশ রাস্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমার চাকুরির ১৮ বছরে এবছর পুলিশ নিয়োগে ব্যতিক্রম অনেক কিছুই দেখেছি। পুলিশ কনস্টেবল যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্যে তিনি বলেছেন যেভাবে নিয়োগ পেয়েছ চাকুরীটাও ঠিক সেভাবে করবে অর্থাৎ ঘুষ ছাড়া চাকরি পেয়েছ আর সৎ ভাবেই চাকুরীটি করবে।”


অতিথিদের বক্তব্যের পর নব্য নিয়োগ প্রাপ্ত পুরুষ ও মহিলাগণ এবং তাদের আভিভাবকগণ তাদের মতামত ও অনুভূতি প্রকাশ করেন। কোন প্রকার ঘুষ দেওয়া ছাড়া চাকুরী পেয়ে তারা সত্যি আনন্দিত বলে জানান তারা। সততা ও নিষ্ঠার সাথে দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দ্বায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেন তারা।


উল্লেখ্য, গত ২ নভেম্বর কুমিল্লা পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষা শুরু হয় এতে আবেদন করে চার হাজার তিনশত চুয়াত্তর জন চাকুরীপ্রার্থী। প্রাথমিক বাছাই ও শারিরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরিক্ষায় অংশ নেন পাচঁশত ছত্রিশ জন চাকুরীপ্রার্থী। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হন দুইশত নয় জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ১১২ জন। পরর্বতিতে কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.tv | Designed & Developed by GFC
Design & Developed by Smart Framework