২০ বছরে আফগানিস্তানে প্রথম বেসামরিক বিমানের অবতরণ

নিউজ ডেস্ক-
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ২২, ০৩:৫০ অপরাহ্ন

২০ বছরের মধ্যে প্রথম আফগানিস্তানে বেসামরিক বিমান অবতরণ করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের জালালাবাদ শহরের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে ওই বেসামরিক বিমান। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুতনিক নিউজ এজেন্সির বরাত দিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০ বছরের দীর্ঘ বিরতির পর নানগারহর বিমান ঘাঁটিতে প্রথম বেসামরিক বিমান অবতরণ করলো। ইরান থেকে আসা ওই বিমানে করে মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

শনিবার প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, জালালাবাদ বিমানঘাঁটি সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের জন্য প্রস্তুত রয়েছে। এরই মধ্যে ওই বিমানবন্দরের সব ধরনের প্রযুক্তিগত এবং নিরাপত্তা সমস্যার সমাধান করা হয়েছে।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর গত সেপ্টেম্বরে অন্তবর্তী সরকার ঘোষণা করা হয়। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আর্থিক, মানবিক সহায়তা এবং নিরাপত্তা সংকটে ভুগছে আফগানিস্তান।


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.tv | Designed & Developed by GFC
Design & Developed by Smart Framework