মাথার টাক ঢাকতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক-
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ২২, ১২:১৭ অপরাহ্ন

এখন অনেকেই অল্প বয়সে টাক হয়ে যান। চুলের যত্নের অভাব, জিনগত কারণ, অত্যাধিক মানসিক চাপ, অপুষ্টি, অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, ঠিক করে ঘুম না হওয়া, অনেক কারণেই কমবয়সীদের মধ্যে টাক পড়ার প্রবণতা বেড়েছে।

এমনিতে টাক পড়া শুরু হলে প্রথম থেকেই যদি সতর্ক হন এবং ঠিক সময়ে চিকিৎসা শুরু করেন, তাহলে অনেকটাই উপকার পেতে পারেন। কিন্তু তা সময় সাপেক্ষ। উৎসবের মৌসুমে কারও এক মাথা টাক নিয়ে সাজগোজ করতে ভালো লাগে না। তাই কিছু সহজ বিষয় জেনে নিন। যাতে চটজলদি টাক ঢেকে ফেলতে পারেন।

সাজের টুকিটাকি

কিভাবে সাজছেন সেটাও খুব জরুরি। এই ভ্যাপসা গরমে তেমন টুপি পরার সুযোগ হয় না। কিন্তু আবহাওয়া ভালো হলে নানা ধরনের টুপি পরতে পারেন টাক ঢাকার জন্য। ফেডোরা, সেলর হ্যাট, বেসবল হ্যাট- বাজারের প্রচুর রকমারি টুপি পেয়ে যাবেন। পছন্দ মতো বেছে নিতে পারেন।

চুলের প্রসাধনী

হেয়ার জেল, হেয়ার স্প্রে— পুরুষদের জন্যও বাজারে নানা রকমের পণ্যের ছড়াছড়ি। কিন্তু টাক পড়ে যাওয়ার প্রবণতা থাকলে এ ধরনের জিনিস এড়িয়ে চলুন। চুলে যত বেশি প্রসাধনী ব্যবহার করবেন, তত চুল ভারী হয়ে যাবে। মাথার তালুতে এগুলো জমে জমে চুলের গোড়া আটকে যাবে। চুল যত হাল্কা ফুরফুরে থাকবে, তত টাক কম বোঝা যাবে।

কত ঘন ঘন চুল কাটবেন

টাক ঢাকতে গেলে খুব ছোট করে চুল কাটা চলবে না। আবার খুব লম্বা চুল হলেও সহজেই টাক পড়ে যাওয়া অংশগুলো চোখে পড়ে যাবে। তাই চুল কতটা লম্বা রাখলে কাজে দেবে, সেটা কেশসজ্জা শিল্পীর সঙ্গে আলোচনা করে নিন।

এমন স্টাইল বেছে নিন যাতে চুল ওপরের দিকে বেশি ঘন দেখতে লাগে। এ ধরনের চুলের কায়দাও নানা রকমের হয়। আপনি নিজে যদি বুঝতে না পারেন, কোনটা করবেন, তাহলে কেশসজ্জা শিল্পীর পরামর্শ নিন কোন স্টাইলটা আপনার মুখে মানাবে।


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.tv | Designed & Developed by GFC
Design & Developed by Smart Framework