“সোনার চর” সিনেমার পর আবারও ওমর সানী ও মৌসুমী একসঙ্গে পর্দায় আসছেন । “জাগরণ” নামের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। সিনেমাটিতে একটি অতিথি চরিত্রে চূড়ান্ত হয়েছেন মৌসুমী। ছিটমহলকে কেন্দ্র করে নির্মীয়মাণ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।
ওমর সানী বলেন, বাংলাদেশ সরকারের বড় একটা বিজয় তিনবিঘা করিডর। দীর্ঘদিনের এই ইস্যুটায় ভারতের সঙ্গে একটা সমাধানে পৌঁছেছে আমার বাংলাদেশ। সেই সময়কার প্রেক্ষাপট নিয়েই গল্পটি তৈরি হচ্ছে ।
১৯৪৭ সালের দেশভাগের সময় ছিটমহলের সৃষ্টি হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে আলোচনার মাধ্যমে ছিটমহল সমস্যার সুরাহার একটা চেষ্টা হয়েছিল। একসময় ছিটমহলকে একশ্রেণির উগ্রমানুষ রাজনৈতিকভাবে ব্যবহার করা শুরু করে। সেখান থেকে তাদের স্বাধীন হওয়ার গল্প পর্দায় তুলে ধরা হবে বলে জানান পরিচালক জাহিদ হোসেন। তিনি বলেন, সেই সময়ের প্রেক্ষাপটে ছিটমহল ঘিরে সামাজিক ও রাজনৈতিক অপরাধমূলক বিভিন্ন ঘটনা পর্দায় তুলে ধরা হবে। মানবিক গল্পে অতিথি মৌসুমী চরিত্রে অভিনয় করবেন। কাজের জায়গায় আমাদের বোঝাপড়া ভালো।
সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দুজন নতুন ছেলেমেয়েকে নেওয়া হবে। পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘আমরা দ্রুত প্রিপ্রোডাকশনের কাজ শেষ করছি। গাজী মাজহারুল ভাই সিনেমার জন্য গান লিখছেন।