পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লা টিক্কাচর এলাকায় হৃদয় হোসেনকে ছুরিকাঘাত করে হত্যাকারী মো: রাজিবকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রোববার সকালে পুরাতন চৌধুরীপাড়া থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর মাসুদ আলম পাটোয়ারী। গ্রেফতারকৃত আসামী টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকার সিরাজ মিয়ার ছেলে। সে শাহাজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া। গত ১৭ জুন সকলে হৃদয়কে ছুরিকাঘাত করে হত্যা করে রাজিব।