যে কয়েকটি কারণে সারাদিনই ক্লান্ত লাগে

লাইফস্টাইল ডেস্ক-
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ২২, ১২:৪৩ অপরাহ্ন

ঘুম থেকে উঠেও ক্লান্তি। সারাদিনই নিজেকে যেন জোর করে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এমনই চলছে প্রতিদিন। এমন সমস্যা রয়েছে অনেকেরই। কেন এমনটা হয়? কীভাবে তার সমস্যার সমাধান হবে?
শরীর ও মনে নানা কারণেই ক্লান্তি আসতে পারে। কিন্তু শহরে মানুষদের যেসব কারণে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে, তার পাঁচটি বিষয়টি তুলে ধরা হল-

ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলেও জানান দেয় শরীর। ক্লান্তি হল ডায়াবেটিসের একটি গুরুতর উপসর্গ।

ঘুম: এক কালে ছিল টিভি দেখার নেশা। এখন তার সঙ্গে ফোন, কম্পিউটারের মতো নানা ধরনের জিনিস যোগ হয়েছে। এসবের টানে কমছে ঘুমের সময়। তাই প্রয়োজন মতো বিশ্রাম পাচ্ছে না শরীর। ক্লান্তিও কাটছে না।

খাওয়া: খাওয়া-দাওয়া ঠিক মতো না হলে ক্লান্তি কাটানো কঠিন। অনেকেই সময়ে খাবার খাওয়ার অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন। যখন খিদে পেল বা সময় হল, তখনই খেয়ে নেন। তাতে শরীর সময় মতো পুষ্টি পায় না। ফলে কর্মশক্তিও কমতে থাকে।

মানসিক চাপ: মানসিক স্বাস্থ্যের ওপরও নির্ভর করে ক্লান্তি। টানা মানসিক চাপ থাকলে তার চাপ গিয়ে পড়ে পেশিতেও। মাথা ব্যথা, পেটের সমস্যাও লেগে থাকে। সব মিলে ক্লান্তি থেকে যায়।

ওজন: শরীরের ওজন যত বেশি হবে, যেকোনও কাজেই তত বেশি খাটনি হবে। ফলে অনেক বেশি শক্তি ক্ষয় হবে। তাই স্থূলতার কারণেও কাটতে চায় না ক্লান্তি।
 


সম্পাদক :  Mr Golam Kabir

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
Masjid Baban(1st floor),Cotora,Cumilla-3500,Bangladesh.

Email: cumilla24tv@gmail.com,
For More Info: 01726 012 007
Phone: 081-60099

© Copyright 2021 All Rights Reserved by Cumilla24.tv | Designed & Developed by GFC
Design & Developed by Smart Framework